কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপের ইতিহাস

১৯৯৮ সালে ১লা অক্টোবর কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ যাত্রা শুরু করে। কলেজ চালু হওয়ার প্রায় ১০ বছর পার হয়ে গেলেও স্কাউট বিষয়ে কোনো কার্যক্রম শুরু হয়নি। ২০০৯ সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ স্কাউটস থেকে প্রাপ্ত বাঃ/স্কাঃ/রোঃঅ ট্রেনিং/পরি/চট্টগ্রাম ১৭৩ (২৫০) ২০০৯ অনুযায়ী কলেজে রোভার দল গঠনের উদ্দেশ্যে যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক জনাব মোঃ শফিউল আজম ১৭/১০/২০০৯ ইংরেজী তারখে চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত রোভার লিডার ওরিয়েন্টেশন কোর্স গ্রহন করেন। পরে ২০/০৯/২০০৯ ইং তারিখে অত্র কলেজে ২৪ জন ছাত্র নিয়ে একটি রোভার দল গঠন করে। রোভার ইউনিট কাউন্সিলে গ্রুপ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আমিনুল হক খান। সহচর রোভারদের মধ্যে বেশ কয়েকজন স্কুল পর্যায়ে স্কাউট অভিজ্ঞতা সম্পন্ন ছিলো বিধায় ৩ মাস পর রোভার স্কাউট সিলেবাস অনুযায়ী তাদের কে দীক্ষা দেওয়া হয়। ২০০৯ সালে ডিসেম্বর মাসে কুলগাঁও কলেজ রোভার গ্রুপে প্রথম দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় কর্পোরেশন কর্তৃক আয়োজিত আউটার স্টেডিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রোভার দল অংশগ্রহণ করে প্রথম বারের মতো প্রথম সফলতার ১ম স্থান অর্জন করে। সফলতার অনুপ্রেরণায় দায়িত্বরত রোভার স্কাউট লিডার জনাব মোঃ শফিউল আজম কলেজ রোভার দলকে একটি পুর্ণাঙ্গ দল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রোভার স্কাউটসের প্রোগ্রাম (সিলেবাস) অনুযায়ী চট্টগ্রামে অনুষ্ঠিত রোভার স্কাউট লিডার বেসিক কোর্স পরে ঢাকার গাজিপুরে অনুষ্ঠিত রোভার স্কাউট লিডার এডভান্স কোর্স এবং রোভার স্কাউট লিডার স্কিল কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। এ দক্ষ কর্যক্রম গুলোর মধ্য দিয়ে গড়ে ওঠে একটি দক্ষ ও পুর্ণাঙ্গ রোভার স্কাউট দল। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ২০১০ সালে কক্সবাজারে প্রথম বারের মতো ক্যাম্পে অংশগ্রহণ করে। পরে ২০১৪ সালে ১ম বারের মতো চট্টগ্রাম জেলা রোভার মুটে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার গ্রুপ অংশগ্রহণ করে। রোভারদের দক্ষ কার্যক্রমের ফলে ২০১৬ সালে অত্র গ্রুপের গ্রুপ সভাপতি জনাব মোঃ আমিনুল হক খান ও রোভার স্কাউট লিডার জনাব মোঃ শফিউল আজম বাংলাদেশ স্কাউটস কর্তৃক “ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড” অর্জন করেন। তাছাড়া ২০১২ সালে রোভার স্কাউটসের প্রোগ্রাম (সিলেবাস) অনুযায়ী চট্টগ্রামে অনুষ্ঠিত রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন করে রোভার স্কাউট গ্রুপের সহকারী রোভার স্কাউট লিডার হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ আমির হোসেন গ্রুপে যোগদান করেন। পরে চট্টগ্রামে অনুষ্ঠিত ২৫৩তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্স সফলতার সাথে শেষ করে দলকে আরও দক্ষ করে তোলে। যার ফলে বর্তমানে কুলগাঁও কলেজ রোভার দল জেলা এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে ভুমিকা পালন করে আসছে। রোভারিং কার্যক্রমে সফলতা ও দক্ষতার বছর কয়েক পর ২০১১ সালে ফেব্রুয়ারির দিকে অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জনাবা জান্নাতুল ফেরদৌস নূরী চট্টগ্রামে অনুষ্ঠিত রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন সম্পন্ন করে গার্লল ইন রোভার স্কাউট লিডারের দায়িত্ব গ্রহণ করে একটি গার্লল ইন রোভার স্কাউট দল গঠন করেন। রোভার দলের সাথে গার্লস ইন রোভার দল বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে সফলতা অর্জন করে। পরে গার্লস ইন রোভার স্কাউট লিডার জনাবা জান্নাতুল ফেরদৌস নূরী রোভার স্কাউট এর সিলেবাস অনুযায়ী চট্টগ্রামে অনুষ্ঠিত ২৫৩তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্স সফলতার সাথে সম্পন্ন করে দলকে আরও দক্ষ ও উপযোগী করে তোলে। কার্যক্রমের ধারাবাহিকতায় ২০১২ সালে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ গার্লস ইন রোভার স্কাউট দল প্রায় ৩০ জনেরও বেশি গার্লস ইন রোভার নিয়ে প্রথম ও পুর্ণাঙ্গ দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ২০১১ সালে গার্লস ইন রোভার দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত নানান প্রোগ্রাম, আঞ্চলিক প্যারেড সহ বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ করে সফলতা অর্জন করে আসছে। তারই ফল হিসেবে ২০১৫ সালে প্রথম বারের মতো কর্পোরেশন ক্যাম্পে অংশগ্রহণ করে ১ম স্থান অধিকার করে। বর্তমানে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ গার্লস ইন রোভার দল জেলা ও জাতীয় পর্যায়ে ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবং প্রয়োজন সাপেক্ষে ২০১৮ সালে রোভার স্কাউট এর প্রোগ্রাম (সিলেবাস) অনুযায়ী রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন সম্পন্ন করে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব সাগর কান্তি দে সহকারী রোভার স্কাউট লিডার হিসেবে যোগদান করে। পরবর্তীতে তিনিও সফলতার সাথে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করে। ২০১৯ সালে চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে শতবর্ষ রোভার মুটে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে। এরপর ২০২০ সালে কোভিড মহামারি শুরু হলে কলেজ এবং রোভারের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর মধ্যেও কলেজ রোভার বিভিন্ন জনসতেনতামুলক কার্যক্রম করে। এর পর ২০২১ সালের ১১ই নভেম্বর কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ এর হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মিজানুর রহমান রোভার স্কাউট লিডারের দায়িত্ব গ্রহণ করেন। তিনি পরে ২০২৪ সালে চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে চট্টগ্রাম সার্কিট হাউসে স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন। এবং পরবর্তিতে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা রোভারের ব্যাবস্থাপনায় প্রফেসর কামাল উদ্দিন কলেজ, বড়তাকিয়া , মিরসরাইতে অনুষ্ঠিত ৩৮৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে অংশগ্রহন করেন।