কোর্স ফর রোভার মেট-এ কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপ

May 05, 2025

চট্টগ্রাম জেলা রোভার কতৃক আয়োজিত ৩২ ও ৩৩ তম কোর্স ফর রোভার মেট- ১-৪ মে, ২০২৫্ইংরেজি অনুষ্ঠিত ক্যাম্পে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট ইউনিট থেকে সফলতার সাথে অংশগ্রহণ করে রোভার সাহিদুল ইসলাম তন্ময় এবং র্গালস ইন রোভার জান্নাতুল মাওয়া তাহামিনা । এ ৪দিন ব্যাপি ক্যাম্পটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম হাটহাজারীস্থ হাটহাজারী কলেজে। এই কোর্স ফর রোভার মেট কোর্স শেষ করার মাধ্যমে তারা তাদের স্কাউটিং দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবে ।