কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপে ব্যাজ প্রদান অনুষ্ঠান

April 17, 2025

২০২৫ সালের ১৬ এপ্রিল, বুধবার কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিংয়ে আয়োজিত এক বিশেষ ব্যাজ প্রদান অনুষ্ঠানে রোভার মোঃ ফারদিন হোসাইন চৌধুরীকে রোভার প্রোগ্রামের "ইন্সট্রাক্টর ব্যাজ" ও "পরিভ্রমণকারী ব্যাজ" পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ সভাপতি জনাব আমিনুল হক খান, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন জনাবা জান্নাতুল ফেরদৌস নুরী, গার্লস ইন আরএসএল ও কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের প্রভাষক (অর্থনীতি), এবং জনাব রেজাউল করিম (উডব্যাজার), স্কাউট লিডার, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট এবং অন্যান্য রোভার মেটগণ।

ব্যাজ প্রদান অনুষ্ঠানে রোভার স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য—যুবসমাজে নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ ও জীবনের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে প্রদত্ত ব্যাজগুলো রোভারদের সামনে নতুন চ্যালেঞ্জের দ্বার উন্মুক্ত করবে এবং তাদের স্কাউটিং জীবনের প্রতি আরো নিবেদিত করবে।

এ অনুষ্ঠান কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হবে এবং রোভারদের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও সমাজসেবামূলক কার্যক্রমে উৎসাহ প্রদান করবে।